muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

কিশোরগঞ্জ জেলার ইটনায় হিন্দু ধর্মের প্রবর্তক ও মহা অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০ টায় পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নিহারেন্দু দেবনাথের সভাপতিত্বে সদরের রাধা-গোবিন্দ মন্দির থেকে ও রিশিপাড়া কালী মন্দির থেকে পৃথক পৃথক ভাবে দু’টি বর্নাঢ্য ধর্মীয় র‌্যালী বাহির করা হয়। র‌্যালীগুলো উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাধা-গোবিন্দ মন্দিরে এসে সমবেত হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সেক্রেটারী তাপস রায়, সদস্য নিত্যনন্দ সাহা, কালীদাস রায়, নির্মল বর্মন, সত্য রঞ্জন রায়, সনজিৎ সাহা, রামকৃষ্ণ চক্রবর্তী, রানা দেবনাথ, কৌশিক দেবনাথ সহ র‌্যালীগুলোতে হিন্দু সম্প্রদায়ের হাজারো ভক্তবৃন্দ স্বতঃস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন। পরে মন্দিরগুলোতে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tags: