ইভটিজিং
মোজাম্মেল হক
মধুরিমা পড়তে বেরোয় মায়ের হাতে খেয়ে,
শান্ত, সুবোধ, সুন্দরী আর ভদ্র সবার চেয়ে ।
একে একে ক্লাস পেরিয়ে টেন এ পড়ে আজ,
হাসি মুখে কথা বলে চোখে রেখে লাজ ।
এমন মেয়ে লাখে হয়না পাড়ার লোকে বলে,
বাবা মায়ে গর্ব করে এমন মেয়ে হলে ।
ঝন্টু নামের ভন্ড সেদিন দাঁড়ায় এসে পাশে,
বিড়ির ধোঁয়া ছেড়ে বলে তারে ভালবাসে ।
আঁৎকে উঠে মধুরিমা উপর দিকে চায়,
ভাবে মধু এমন ছেলে সাহস কেমনে পায় ।
মুখে বিড়ি, হাতে চুড়ি, চুলের কাটিং ভিন্ন,
দেখলে তারে মনে হবে সমাজ হতে ছিন্ন ।
দিনে দিনে টিজিং তাহার বাড়তে থাকে বেশি ।
ক্রমে এখন দেখায় তারে, সাহস, শক্তি, পেশি ।
মাঝে মাঝে রাত কাটে তার চোখের জলে নেয়ে আজকে বেশি কষ্ট পেল গুমের হুমকি পেয়ে ।
রাতের বেলা আজকে মধু খেতে চায়না ভাত,
কী হয়েছে জানতে সবার কেটে গেল রাত ।
সকাল বেলা বাবা তাহার গেল নালিশ নিয়া উল্টো কিছু মার-পিটুনি দিল ঝন্টু মিয়া ।
এটা শুনে মধুরিমার চলে গেল হাসি।
অন্ধকারে গাছের ডালে গলায় দিল ফাঁসি ।