muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ব্রাদারহুডের সিনিয়র নেতাসহ ৭৫ জনের মৃত্যুদণ্ড

২০১৩ সালে মিসরের রাজধানী কায়রোতে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মুসলিম ব্রাদারহুডের কয়েকজন সিনিয়র নেতাসহ ৭৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ওই সময় পুলিশ ও সেনাদের গুলিতে শতাধিক বিক্ষোভকারী নিহত হন। তবে ওই ঘটনায় বিক্ষোভকারীদের সাজা দেওয়া হলেও, গুলি চালিয়ে হত্যা করা সেই পুলিশ সদস্য ও সেনাদের মামলা থেকে রেহাই দেওয়া হয়েছে।

মুসলিম ব্রাদারহুডের সিনিয়র নেতা মোহাম্মদ বেলতাগি ও নেতা এসাম এল-এরিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দলটির আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া শাওকান নামে পরিচিত প্রখ্যাত চিত্রসাংবাদিক মাহমুদ আবু জেইদকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৩ সালে শাওকান কায়রোতে হত্যাযজ্ঞের ছবি তোলার সময় গ্রেফতার হয়েছিলেন।

এদিকে বদি ছাড়াও আরও অন্তত ৪৬ জন মুসলিম ব্রাদারহুড নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ৬১২ জনকে ৫ থেকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই সময় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তারা কমপক্ষে ৮০০ বিক্ষোভকারীকে হত্যা করে। এর জের ধরেই মুরসি সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে সেনাবাহিনী। সূত্র: আলজাজিরা

 

Tags: