muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে সাংস্কৃতিক উৎসবের সনদপত্র বিতরণ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুই দিনের সাংস্কৃতিক উৎসবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ভৈরবের বিজয়ী প্রতিযোগীদের মধ্যে সনদপত্র তুলে দেয়া হয়েছে।
আজ সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভৈরব উপজেলা নির্বাহী অফিসারের অফিসকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে এ সনদপত্র তুলে দেয়া হয়।
বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাজী ফয়সাল।
চলতি বছরের ২১ জুলাই সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচিত শিল্পীদের নৃত্য, পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, জারিগান, মুর্শিদী গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। ২০ জুলাই বিকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে উৎসব শুরু হয়।
উৎসবে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, ঢাকা থেকে আসা বিশিষ্ট কন্ঠশিল্পী সুজিত মোস্তফা ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনে কবিতা আবৃত্তি করেন ভৈরব উপজেলার আবৃত্তি শিল্পী ফারহানা বেগম।

Tags: