muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কাপাসিয়ায় গরুর হাটে বজ্রপাতে নিহত ১, আহত-৮

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ গরুর হাটে মঙ্গলবার বিকেলে বজ্রপাতে এক ব্যাক্তি নিহত এবং আটজন আহত হয়েছেন। নিহত মমতাজ উদ্দিন (৪০), গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর চুঙ্গারচালা এলাকার আকমত আলীর ছেলে।

আহতরা হলেন কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার হানিফ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫), স্থানীয় রায়েদ গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে মো. মোস্তফা (৪৫), দড়ি ভাকুয়াদি গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (৪৪), একই গ্রামের আছর আলীর ছেলে মো. ইব্রাহিম (৪৫), হাইলজোর গ্রামের আসমত আলীর ছেলে মো. এবাদুল্লাহ (৫০), একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইউনুছ আলী (৩৫), রামপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে বারিক মিয়া (১৭) এবং আমরাইদ এলাকার উজ্জল মিয়ার মেয়ে সোনালী (২০)।

আমরাইদ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল বাদল জানান, মঙ্গলবার হলো আমরাইদ বাজারের দিন এদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ করে গরুর বাজারে প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। এতে গরুর বাজারে থাকা ওই আটজন কমবেশি আহত হন। পরে তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। হতাহতরা সকলেই আমরাইদ বাজারে কেনাকাটা করতে গিয়েছেলেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার রোকেয়া ফেরদৌসী জানান, বজ্রপাতে দগ্ধ মমতাজকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে সোনালীকে কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সাইফুল ইসলাম ও মো. মোস্তফাকে শহীদ তাজউদ্দীন আহম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপাসিয়া থানার ডিউটি অফিসার এ এস আই কফিল উদ্দিন তথ্য নিশ্চিত করেছেন।

Tags: