muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে শহীদনগর পর্যন্ত ঢাকামুখী সড়কে অন্তত পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে যানজট থাকলেও শুক্রবার সকালে থেকে এটি তীব্র আকার ধারণ করেছে। যানজটে আটকে আছ শত শত যানবাহন। এসব যানবাহনের হাজার হাজার যাত্রী পড়েছেন দুর্ভোগে। এ ছাড়া পণ্যবাহী যানবাহনগুলো আটকে পড়ায় বিঘ্ন ঘটছে মালামাল পরিবহনে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মুন্সীগঞ্জের মেঘনা সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কে সংস্কারের কাজ চলায় যানবাহনগুলোকে সেতুতে ধীর গতিতে উঠতে হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। মুন্সীগঞ্জ এলাকার যানজট এসে কুমিল্লার অংশে প্রভাব ফেলছে।

মুন্সীগঞ্জ এলাকার লম্বা লাইন এবং শুক্রবার ছুটির দিনে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় কুমিল্লা অংশে সকাল থেকে যানজট সৃষ্টি হচ্ছে। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলে জানান ওসি আবুল কালাম।

Tags: