muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ফ্লোরেন্স

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হেনেছে হারিকেন ফ্লোরেন্স।

দেশটির কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, হারিকেন ফ্লোরেন্সের প্রভাবে উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় প্রাণঘাতী ঝোড়ো ঢেউ আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।

ইতোমধ্যে ওইসব অঞ্চলের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। প্রায় ১ লাখ বাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, ঝড়ের ফলে বহু লোক মারা যেতে পারে এবং এটি বড় ধরনের বন্যা ডেকে আনতে পারে।

উত্তর ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা ও ভার্জিনিয়ার প্রায় ১০ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতের মধ্যে হাজারো লোক জরুরি আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে।

এদিকে, হারিকেন ফ্লোরেন্স কিছুটা দুর্বল হয়ে পড়েছে। শক্তি কমে এটি এখন দুই মাত্রার হারিকেনে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বুধবার এ কথা জানিয়েছে। তবে দুর্বল হলেও এটি বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।

তথ্য : বিবিসি

Tags: