
ভালুকায় পুলিশের মোবাইল কোর্ট : ৬ মামলা ও জব্দ ২ মোটরসাইকেল
ভালুকা মডেল থানা পুলিশ (১৬ সেপ্টেম্বর) রবিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভালুকার আমতলী বাজারে কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল জব্দ ও বিভিন্ন বিষয়ে মোট ৬টি মামলা দিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ ভ্রাম্যমান আদালত।
জব্দকৃত একটি মোটরসাইকেলের সামনে পুলিশ লিখা ছিল।
পুলিশের এসআই সাংবাদিকদের জানান, মহাসড়কে কাগজপত্রহীন এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর অপরাধে আমতলী বাজারে ২টি গাড়ি জব্দ ও ৬ টি মামলা প্রদান করা হয়েছে। জব্দকৃত ২টি মোটরসাইকেল ভালুকা থানায় সংরক্ষণ করা আছে।
আরও পড়ুন
Comments are closed.
I simply want to mention I’m newbie to blogging and site-building and seriously savored you’re page. Likely I’m going to bookmark your site . You amazingly have outstanding articles and reviews. Kudos for revealing your website page.