muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কাপাসিয়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের উপর বাস, আহত – ৬

কলেজ ছুটি শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরবে, তাই কলেজের সামনে রাস্তার পাশে যাত্রিবাহী বাসের জন্য দাঁড়িয়েছিল। কিছুক্ষণের মধ্যে বাসও আসলো, কিন্ত না থেমে তাদের উপর উঠিয়ে দিয়ে বেপরোয়া গতিতে চলে গেল। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে গাজীপুরের কাপাসিয়া শরীফ মোমতাজউদ্দীন আহমেদ কলেজের সামনে। এতে কলেজের ছয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দীন জানান, প্রথম বর্ষের ক্লাস শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরার জন্য কলেজের সামনে কাপাসিয়া-টোক সড়কে বাসের অপেক্ষায় ছিল। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা রাজদূত পরিবহনের পথের সাথী নামক একটি বাস (ঢাকা- জ- ১১- ০১২২) এসে শিক্ষার্থীদের উপর উঠিয়ে দেয়। এতে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল গফুর, আশরাফুল, পারভেজ, অমিত, শরীফুল, রাতুল গুরুতর আহত হয়। গুরুতর আহত আব্দুল গফুর ও আশরাফুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসটি আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শিক্ষার্থী আহতের ঘটনায় উত্তেজিত ছাত্ররা ওই সড়কে অবস্থান নিয়ে দেড় ঘন্টা অবরোধ করে রাখে। পরে কাপাসিয়া থানার এস আই দুলাল মিয়া ঘটনাস্থলে গিয়ে সড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করলেও রাজদূত পরিবহনের বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। থানা পুলিশ ঘটনার সত্যতা স্বিকার করেন।

Tags: