muktijoddhar kantho logo l o a d i n g

ক্যাম্পাস

রাবি উপ-উপাচার্যের সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্যদের সৌজন্য সাক্ষাত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপ-উপাচার্য ড.চৌধুরী মো.জাকারিয়া সাথে সৌজন্য সাক্ষাত করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাবি শাখা সদস্যরা।
বুধবার বিকেল ৩টা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে উপ-উপাচার্যের কক্ষে সাক্ষাত করে সদস্যরা।
প্রথমে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড. চৌধুরী মো.জাকারিয়াকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পক্ষ থেকে দেয়া ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন।
এসময় মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মদের উদ্দ্যেশে উপ-উপাচার্য বলেন, তোমাদের চোখে বাংলাদেশ টা একটু ভিন্ন কারণ তোমাদের সাথে মুক্তিযোদ্ধা  রক্ত মিশ্রিত রয়েছে, দেশ প্রেম তোমাদের মাঝে অনেক প্রবল। মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান, তাদের বীরত্বের জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি।স্বাধীন ভাবে বসবাস করতে পারছি,মুক্ত হাওয়া খেতে পাচ্ছি,স্বাধীন ভাবে মতামত প্রকাশ করতে পাচ্ছি। তাদের স্থান সবার আগে।
তাছাড়া বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা ও সবসময় তাদের পক্ষে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপ-উপাচার্য।
এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনটির রাবি শাখা সভাপতি মো.তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ধীরাজ রায়, মো.উমর ফারুক, অমর কুমার রায়, হুমায়ুন কবির, জ্যাতিবসু বর্মণ, মুসতাসিম বিল্লাহ মারুফ, প্রমুখ।

Tags: