muktijoddhar kantho logo l o a d i n g

অর্থনীতি

ফি ছাড়া আসবে রেমিট্যান্স : অর্থমন্ত্রী

দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের যাতে কোনো ফি দিতে না হয়, সেই ব্যবস্থা করতে চায় সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী জানান, ফি ছাড়া রেমিট্যান্স দেশে আসবে, এমন একটি নিয়ম করার চেষ্টা চলছে। তবে যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে এই রেমিটেন্স আসবে, তাদের খরচ মেটাতে একটি বিশেষ স্কিম করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘কোনো প্রতিষ্ঠান যখন রেমিট্যান্স পাঠাচ্ছে তখন তার একটা খরচ আছে। সে খরচটা তাকে কীভাবে দেওয়া যায় সেটার জন্য আমরা একটা স্কিমের চিন্তা করছি। এ স্কিমটা চূড়ান্ত হয়ে গেলে বিনা ফিতে রেমিট্যান্সটা যেন দেশে আসতে পারে সে ব্যবস্থা করা হবে।’

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘দেশে বৈধ পথে রেমিট্যান্স আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে ২০১৭ সালের জন্য ২৯ জন ব্যক্তি, পাঁচটি ব্যাংক এবং তিনটি এক্সচেঞ্জ হাউজকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।

 

 

Tags: