muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

চট্রগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গনে দৃষ্টি নন্দন স্থাপত্য শৈলীতে জাগ্ৰত রেসকোর্স

মোহাম্মদ মাসুদুজ্জামান রাজীব, চট্টগ্রাম ।। চট্রগ্রাম মেডিকেল কলেজ অফিস প্রাঙ্গনে দৃষ্টি নন্দন স্থাপত্য শৈলীতে “জাগ্ৰত রেসকোর্স ” এর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুরাল নির্মাণের কাজ প্রায় সমাপ্তির পথে। প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যায়ে চট্রগ্রাম সিটি কর্পোরেশন এই দৃষ্টি নন্দন উদ্যান নির্মাণ করে।গত বছরের পনের সেপ্টেম্বর মেয়র আ জ ম নাছির এই মুরালিটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শিল্পী শ্রীকান্ত আচার্যী বলেন, প্রায় তিন মাস আগে ম্যুরালটি তৈরির কাজ শুরু করেন তিনি। এগারো ফিট বাই সাত ফিট সাইজের ম্যুরালটি মূল বেদির মাঝখানের প্যানেলে স্থাপন করা হবে।থাকবে বিশেষ দিন গুলোতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেওয়ার ব্যবস্থা। মেডিকেলের প্রবেশ পথের বাম দিকে এই উদ্যানের প্রবেশ পথের দুই পাশে ফুলের বাগান ও ওয়াক ওয়ে তৈরী করা শেষ হয়েছে।কাজটির তত্ত্বাবধানে ছিলেন ডঃ তিমির বরণ চৌধুরী।

Tags: