muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ভালুকায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন 

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী থেকে কাশর চৌরাস্তা পযর্ন্ত  বেহাল দশা রাস্তাটির সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ জনগণ ও স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে মূল ফটকের সামনে আঃ করিম সরকার মেমোরিয়াল স্কুল, আঃ ছালাম প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীসহ প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। দীর্ঘদিন ধরেই ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে মাস্টারবাড়ী থেকে কাশর যাতায়াতের সড়কটি। সামান্য বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কটির বিভিন্ন স্থান যেন পরিণত হয়েছে এক একটি মাছ চাষ উপযোগী পুকুর । প্রতি বছর বর্ষার মৌসুমে সড়কটির এমন বেহাল দশা হলেও দেখার কেউ নেই। এ বিষয়ে বারবার পত্র-পত্রিকায় নিউজ প্রকাশিত হলেও ভাঙ্গা ইটের টুকরা ও বালি দিয়ে সংস্কার ছাড়া কোন পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এলাকাবাসী বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের আশ্বাস দিলেও পরে তারা বিষয়টি বিশেষ আমলে নেয় নি।  জানা যায় বিভিন্ন  মানববন্ধন করেও কোন প্রকার উন্নতি কিংবা সংস্কারের উদ্যোগ দেখা যায়নি, কেবল মৌখিক আশ্বাস দিয়ে আসছেন কর্তৃপক্ষ, বাস্তবে তা আর প্রয়োগ হয়নি। সড়কটিতে এ রকম ছোট-বড় গর্ত থাকার কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার কবলে পরছে স্কুল কলেজের  শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীরা। সন্ধ্যার পর এই রাস্তায় যাতায়াত একেবারেই অযোগ্য হয়ে পড়ে। সড়কটিতে কোন ল্যাম্পপোস্ট না থাকায় ভোগান্তি বেড়েছে আরও কয়েক গুণ। যে কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে সড়কটিতে। তাছাড়া প্রয়োজনের তুলনায় রাস্তাটি যথেষ্ট প্রশস্তও নয় বলেও অভিযোগ এলাকাবাসী  ও শিক্ষার্থীদের। মানববন্ধনের আহ্বায়ক আবু জাফর সরকার এলাকাবাসীর পক্ষে বলেন, “সড়কটি খুব দ্রুত সম্প্রসারণসহ সংস্কার এবং সড়কের পাশে ল্যাম্পপোস্ট স্থাপন করতে হবে। অতি শীঘ্রই যদি সংস্কারের কাজে হাত দেয়া না হয়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা অত্র এলাকার মানুষের সাথে ঐক্যবদ্ধহয়ে সড়কটিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচী ঘোষণা করব। এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী’র কাছে আকুল আবেদন জানিয়েছেন, মাস্টাবাড়ী হতে কাশর পর্যন্ত রাস্তাটি পুনঃ সংস্কার করে উপহার হিসেবে সুন্দর একটি রাস্তা উপহার চাই।”

Tags: