muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

নৌকায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয় না : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আপনারা যখনই নৌকায় ভোট দেন, আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন দেশের মানুষ কিছু পায়। আর যখন ধানের শীষে ভোট দেন তখনই ধানে চিটা দেখা দেয়, দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়।নৌকায় ভোট দিয়ে কেউ বঞ্চিত হয়না। দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিতে আছে, তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, জীবনযাত্রার মান বেড়েছে এবং সবক্ষেত্রে সুযোগ-সুবিধা পেয়েছে।
উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠন করে দেশ ও জনগণের সেবার সুযোগ দানের আহ্বান জানান বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি আজ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ ঘোষিত পদ যাত্রা কর্মসূচীর অংশ হিসেবে সকাল থেকে দিনব্যাপী মীরসরাই উপজেলার করেরহাট, বারইয়ার হাট, বাংলাবাজার,জোরারগঞ্জ,আজমপুর বাজার, আবুরহাট,বামনসুন্দর, সুফিয়া বাজার, আবুতোরাব বাজার, সাহেরখালী,দমদমা ও ছোটকমলদহে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পথ সভাগুলোতে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী বিভিন্ন শাসকের সমালোচনা করে বলেন, তবে ওদের লজ্জা-শরম একটু কম। লজ্জা-শরম কম এ জন্য বলব, ওরা তো দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ওরা তো বাংলাদেশের সৃষ্টিতেই বিশ্বাস করে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটাই তো ওরা মেনে নিতে পারে না। কারণ আপনারা দেখেন, জিয়া, খালেদা জিয়া, এরশাদ এরা ক্ষমতায় ছিল,কিন্তু কই দেশের তো কোনো উন্নয়ন করেনি।
তিনি বলেন, তাদের একটা উন্নতি আছে, সেটা হলো দুর্নীতির উন্নতি। তারা বাংলাদেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। বাংলাদেশের মাথা হেঁট করেছে বিশ্বের কাছে। লুটপাট করেছে। টাকা পাচার করেছে বিদেশে। খালেদা জিয়ার বড় ছেলে বিদেশে টাকা পাচার করেছে। ছোট ছেলে বিদেশে টাকা পাচার করেছে। ঘুষ নিয়েছে, ধরা পড়েছে। আমেরিকার ফেডারেল কোর্টে ধরা পড়েছে, সিঙ্গাপুরের কোর্টে ধরা পড়েছে কিভাবে টাকা পাচার করেছে। জনতার কিছু টাকা সরকার ফেরতও এনেছি। দেশে অগ্নি-সন্ত্রাস এবং আগুন দিয়ে মানুষ হত্যার নির্দেশদাতা ছিলেন খালেদা জিয়া। এরা ক্ষমতায় এলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে।
গণপূর্ত মন্ত্রী বলেন, আওয়ামীলীগ দেশের জন্য কাজ করে। সরকার পরিচালনার সুযোগকে দায়িত্ব মনে করে, অন্যদিকে বিএনপির কাছে তা হলো ক্ষমতা, লুটপাট আর নিজেদের সম্পদের পাহাড় গড়ার হাতিয়ার। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ হয় সন্ত্রাসী ও ভিক্ষুকের। দেখা দেয় খাদ্যের অভাব। কিন্তু আমরা এসব দূর করেছি, সরকার দেশের সম্মান ও মর্যাদা ফিরিয়ে এনেছে। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আমাদের প্রবৃদ্ধি বর্তমানে ৭.৭৮ শতাংশ। দারিদ্র্যের হার ২২ শতাংশে নেমে এসেছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াট। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ১৭৫২ ডলারে উন্নীত হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর মতোই তাঁর কন্যা শেখ হাসিনা লক্ষ্য নির্ধারণ করে রাজনীতি করেন। শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা আছে বলেই জাতির পিতার হত্যার বিচার হয়েছে, যুদ্ধপরাধীদের বিচার হয়েছে।নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপিত হয়েছে। দেশ উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে হবে। সেই নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা সমৃদ্ধির পথ দেখিয়েছে। নৌকা উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা হাত তুলে ওয়াদা করেন নৌকায় ভোট দেবেন।
আপনারা সচেতন থাকবেন, সন্ত্রাস-জঙ্গিবাদ দুর্নীতির স্থান বাংলার মাটিতে নেই। পথ সভাগুলোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিতেন্দ্র প্রসাদ৷ নাথ মন্টু, এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, সাধারন সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী, আলহাজ্ব জসিম উদ্দিন, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, মহিউদ্দিন রাশেদ, ডাঃ মোস্তফা, খুরশীদ আলম আজাদ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, সহ-সভাপতি এম আলাউদ্দিন, চেয়ারম্যান খায়রুল আলম,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মেয়র নিজাম উদ্দিন, মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিউল আলম খন্দকার, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল মোস্তফা মানিক,যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মান্না,মাহ্ফুজুল হক,নুরুল আবছার সেলিম, কামরুল হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রিজিয়া বেগম, সাধারন সম্পাদক ইসমত আরা ফেন্সী, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমূখ।

Tags: