muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ঈশ্বরগঞ্জে বিষ দিয়ে মাছ নিধন : ৯ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর গ্রামে ফরিদ মিয়ার মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধন করায় ৩ নারীসহ ৯জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

খামার মালিক ফরিদ ও থানার এজহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোর রাতে বার হালিয়া বিলে ৩ কাটা জমির মৎস্য খামারে বিষ প্রয়োগ করায় খামারের সব মাছ মরে ভেসে উঠে। সকালে খামার মালিক ফরিদ মিয়া ও বাড়ির অনন্যা লোক জন খামারে গিয়ে মাছ নিধনের দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়েন। ফরিদ মিয়া জানান তার পুকুরে বিষ প্রয়োগ করায় চার লক্ষ টাকা মাছের ক্ষতি হয়েছে। প্রতিবেশি কালাম ও তার ছেলেদের সাথে পারিবারিক বিরোধের জের হিসেবে এ ঘটনা ঘটতে পারে বলে ফরিদের ধারনা।

এ ব্যপারে ফরিদ মিয়া বাদী হয়ে প্রতিবেশি আবুল কালাম, সিদ্দিক মিয়া, কামাল হোসেন, আব্দুস সাত্তার, নয়ন মিয়া, মিরাজ আলীও ৩ নারী নুরুন্নাহার, রাশিদা বেগম, হাদিসা বেগমকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

Tags: