muktijoddhar kantho logo l o a d i n g

বাজিতপুর

বাজিতপুরে ৯ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর-বক্রীমহল-পিরিজপুর ৭ কিলোমিটার আঞ্চলিক সড়কটি গত ১০ বছর আগে আওয়ামীলীগ সরকার আসা মাত্রই রাস্তাটির কাজ এলজিইডির মাধ্যমে শুরু হয়েছিল। এই ১০বছরে এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত সিএনজি অটো বাইক, ট্রাক চলাচলের ফলে অন্ততপক্ষে শতাধিক বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার ফলে প্রতিনিয়ত এই এলাকার জনগন দূর্ঘটনার মধ্যে পড়ে প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে এই রাস্তা ছাড়াও সরারচর শিবনাথ স্কুল থেকে উজানচড় পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তায় নামে মাত্র গর্তগুলোর মধ্যে সড়ক ও জনপথ মাটি খোড়াখুরি করে ভ্রাম্যমান গাড়ি দিয়ে গর্তগুলো বুজিয়ে দেওয়ার ফলে কয়েকদিন ভাল থাকে পরে আগের চিত্র ফুটে ওঠার কারনে প্রায়শই যাত্রীরা দূর্ঘটনার মধ্যে পরতে হচ্ছে। কিন্তু এলজিডি ও সড়ক ও জনপথের কর্তৃপক্ষরা দেখে না দেখার ভান করে আসছেন। অন্যদিকে নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর বাজার হতে রোদার পুড্ডা বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তায় শত শত গর্তের সৃষ্টির ফলে এই রাস্তা দিয়ে সিএনজি, অটো বাইক, নিকলী-চট্টগ্রাম গামী বড় বড় বাসের যাত্রীরা অনেক সময় দূর্ঘটনার মধ্যে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বিএনপির আমলে এই রাস্তার কাজ হয়েছিল। কিন্তু আওয়ামীলীগ আমলে গত ৫ বছর আগে নামে মাত্র কাজ হওয়ার ১ বছর না যেতেই রাস্তাটি একেবারে খানাখন্দ হয়ে পড়ে। এই বিষয়ে নিকলী উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুর রহমান মুহিম জানান, সাজনপুর-রোদারপুড্ডা রাস্তাটির টেন্ডারের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে কবে নাগাদ এই কাজ শুরু হবে তিনি এখনো পর্যন্ত নিশ্চিত নন।

Tags: