muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকালে উপজেলা হলরুমে গণ-ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের জেলা-উপজেলায় উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে কড়ইতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যারি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ সূত্রে জানায়, সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৩৪ টি ষ্টল স্থান পায়। ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত টানা ৩ দিন প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে। বিকালে উন্নয়ন মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tags: