muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

মাহদী হাসান কিশোরগঞ্জ সদরের নতুন ইউএনও

২৮তম ব্যাচ (প্রশাসন) এর কর্মকর্তা মো. মাহদী হাসান কে কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে রোববার (৭ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। মো. মাহদী হাসান এর আগে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে তিনি ধোবাউড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন। মো. মাহদী হাসান ধোবাউড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব পালন করেন। সেখানে মাত্র এক বছর কর্মরত থাকাকালে নিজ কর্মদক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে তিনি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট অফিসগুলোকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজ সেবাবান্ধব করতে অগ্রণী ভূমিকা রাখেন। ফলে প্রশাসনের এই উদ্যমী কর্মকর্তা সহজেই ধোবাউড়াবাসীর মন জয় করে নেন। কিশোরগঞ্জ সদর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহদী হাসান নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলার গর্বিত সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন ছাড়াও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে ইকোনমিক্স এন্ড পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।

Tags: