muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটস ১৩তম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামের স্বাধীনতা মাঠে ‘‘কাবিং করি উন্নত জীবন গড়ি’’ স্লোগানে বাংলাদেশ স্কাউটস, গাজীপুর জেলা শাখার ১৩তম জেলা কাব ক্যাম্পুরী বুধবার দুপুর ২ টায় উদ্বোধন হয়। স্কাউট প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ এর মেয়ে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভপতি সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।

বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘‘আমি সোনার বাংলা গড়তে চাই। আমি সোনার মানুষ চাই। সোনার মানুষ বলতে স্বর্ণের মানুষ নয়। তিনি ভালো মানুষ চেয়েছেন।’’ সোনার বাংলা গড়তে হলে ভালো মানুষ, সৎ ও নিষ্ঠাবান মানুষ হতে হবে। যাঁরা স্কাউট তাঁদের প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করতে হবে।

স্কাউট উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাকছুদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট জেলা ক্যাম্পুরি চীফ ও কমিশনার মো. ওয়াদুদুর রহমান, গাজীপুর জেলা সম্পাদক মো. আবদুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক প্রমুখ। পাঁচদিন ব্যাপি কাব ক্যাম্পুরীতে গাজীপুর জেলার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৩ জন শিক্ষক, ১১৫৮ জন শিক্ষার্থীসহ ১৩৮০ জন স্কাউট সদস্য ক্যাম্পে অবস্থান করছেন।

স্কাউট জেলা ক্যাম্পুরি চীফ ও কমিশনার মো.ওয়াদুদুর রহমান বলেন, আগামী ২০২১ সালে মধ্যে ২১ লাখ স্কাউট তৈরী করার লক্ষে কাজ চলছে। স্কাউট এর সর্বোচ্চ এওয়ার্ড শাপলা অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। এখানে যাঁরা আছো তাঁরা ওই এওয়ার্ডটি পেতে কাজ করবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক বলেন, আমার নির্দেশনা রয়েছে, শিক্ষার্থীদের প্রতিদিন অন্তত একটি ইংরেজি নতুন শব্দ শিখাতে হবে।

গাজীপুরের মেথাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কাউট সদস্য মারুফ, মেদিয়া সুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কাউট সদস্য আকাশ, পিয়াস, শাহজাহান, কোটবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কাউট সদস্য শুভ, সোহাগ, আশিক সহ একাধিক শিক্ষার্থীরা জানান, কাপাসিয়ায় স্বাধীনতা মাঠের চারপাশে শালবনের ভিতরে স্কাউট ক্যাম্পুরীতে এসে খুব ভালো লেগেছে। এছাড়া রিমি এমপি চীন দেশের শিশু ‘‘মা লিয়ানা’’ গল্প বলেছেন সেটাও আমাদের কাছে খুব ভালো লেগেছে। স্কাউট সদস্যদের সদা প্রস্তুত থাকতে হবে এটাও আমারা জেনেছি।

এছাড়া সাবেক এমপি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আইবুর রহমান সিকদার, স্কাউট উপজেলা কমিশনার প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ, সম্পাদক আওলাদ হোসেন চৌধুরী নয়ন, সহ সভাপতি মনিরুজ্জামান, আফরোজা সুলতানা, যুগ্ম সম্পাদক এস এম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কাব ক্যাম্পুরিতে ব্রম্মপুত্র, শীতলক্ষা, তুরাগ ও চিলাই নামে ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা চারটি সাব ক্যাম্প স্থাপন করা হয়েছে।

Tags: