muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

কী কারণে চার দিনের সন্তান নিয়ে মায়ের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রসূতির বিল নিয়ে মায়ের সঙ্গে তর্কাতর্কির জেরে সীমা আক্তার নামের এক নারী চার দিনের নবজাতককে নিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে শহরের পুরাতন জেলরোড এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার ঘাটিয়ার গ্রামের প্রবাসী মনির মিয়ার স্ত্রী সীমা গত ১৬ অক্টোবর সন্তান প্রসবের জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে একটি পুত্র সন্তান প্রসব করেন তিনি। তিন দিন ধরে তার চিকিৎসা চলছিল।

‘‘শুক্রবার সকাল ১০টায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার কথা ছিল। কিন্তু বিল পরিশোধ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে তাকে উদ্বিগ্ন দেখাচ্ছিল। বিল নিয়ে তার মা রেহেনা বেগমের সাথে তর্কাতর্কিও হয়।

সকাল সাড়ে ৮টায় তার মা হাসপাতালের রুম থেকে নাস্তা আনার জন্য বের হয়। রুমে ফিরে দেখেন মেয়ে নেই। পরে অন্যান্য রোগীর স্বজনদের কাছ থেকে জানতে পারেন তার হাসপাতালের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছেন। প্রথমে চার দিনের নবজাতক ছেলেকে উপর থেকে ফেলে দিয়ে এবং পরে সে নিজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।’’

তবে হাসপাতালের বিল নিয়ে জটিলতার বিষয়টি অস্বীকার করেন হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ বলছে, হাসপাতালের বিল নিয়ে হোক আর যে কারণেই হোক এ ঘটনার তদন্ত হবে।

Tags: