
ভালুকায় নিরাপদ সড়ক দিবস পালিত
সারাদেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় রোববার (২২ অক্টোবর) সকাল ১১টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত “নিজের নিরাপত্তা সর্বাগ্রে নিরাপদ সড়ক নিশ্চিত করন আমাদের দায়িত্ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে দিবসটি পালন করেন।
উক্ত দিবসে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল। এ সময় সহকারী কমিশনার (ভূমি) দিপায়ন দাস শুভ, মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁন মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, মডেল থানা ওসি ফিরোজ তালুকদার (পিপিএম বার), ট্রাফিক পুলিশের টিআই কাজী আসাদুজ্জামানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকগন অংশগ্রহন করেন।