
খোদাভীতি ।। মুহাম্মদ তোফাজ্জল হোসেন
খোদাভীতি
মুহাম্মদ তোফাজ্জল হোসেন
মৃত্যু আমার খুব নিকটে
খোদাভীতি নেই তবু
আপন মানুষ ভরা এখন
সঙ্গে যাবে না কভু।
সুখের জীবন সুখের ভুবন
কেউ রবেনা চিরদিন
মরণ যখন আসবে সবার
এই দুনিয়া অর্থহীন।
নামাজ রোজার ধার ধারেনা
নামটা আছে মুসলমান
কোরআন হাদিস নেই জীবনে
বন্ধু আজি শয়তান ।
ভালো মন্দের নেই ভেদাভেদ
লোভে পড়ে করছি পাপ
সব পাপেরি ক্ষমা যে চাই
প্রভু তুমি করো মাফ।
মানুষ আমি সৃষ্টির সেরা
আল্লাহ তুমি দয়াবান
খোদাভীতি দাও আমারে
করো আমায় মুসলমান।
দম ফুরালে যমের বাড়ি
কবর দেশে হবে স্থান
নামাজ রোজা পড়লে ধরায়
কবর তোমায় দিবেই মান।
আঁখির আলো নিভবে সেদিন
আঁধার গোরে গেলে
থাকবে না কেউ দু’হাত মিলে
আশার প্রদীপ জ্বেলে।
প্রাণের পড়শি আত্বীয় স্বজন
কেউ যাবে না সাথে
ক্ষণিক ব্যথায় কাঁদবে সবাই
চলবে সময় পথে।
মরণ ভয় খোদার ভীতি
থাকলে মানব মনে
পাপের পথে আর যাবে না
চলবে খোদার সনে।
বিঃ দ্রঃ- স্বরবৃত্ত ছন্দ। বিন্যাস (৪+৪+৪+৩)