
ভাগ্য নিজের কাছে ।। হাসিবুল মল্লিক
ভাগ্য নিজের কাছে
হাসিবুল মল্লিক
মানুষ যাত্রা করে মহাকাল ধরে
তার কিনারায় পৌঁছানোর জন্য।
কিছু ব্যক্তির দৌরাত্ম্য মন বড় চঞ্চল
ঘরে থাকতে ইচ্ছে করে না মোটে ই।
ভালোবাসা ফুল ঝরে দু চোখের কোনে,
মদ্যপান ও সিগারেট খেয়ে মাতাল হয়ে
প্রকাশ্য রাস্তায় মাতলামি করে।
মনের সুখে ঢোলে ঢোলে নাচে।
হিতাহিত জ্ঞানের ভারসাম্য হারিয়ে
দুর্ঘটনায় নিহত হয় অনেকে।
তখন আর কিছু করার থাকে না-
আমরা ভাগ্যের দোহাই দিয়ে
বিষয়টাকে এড়িয়ে যায়।
আসলে ভাগ্যের কোনো হাত নেই
আমাদের গাফিলতির কারণে আমরা মরি।
ভাগ্য বড় অসহায় বন্দি পাখির ন্যায়।
আপনে বড় ভেবে গাড়ি চালায় জোরে
জীবনের কথা ভুলে যায় এক মুহূর্তে
ভাগ্যের গণ্ডি পেরিয়ে নিজেকে সংযত করে,
ভাগ্য নিজের কাছে এই ভেবে সাবধানে চলতে হবে।
আরও পড়ুন
Comments are closed.
Thank you for yet another great informative article, I’m a loyal visitor to this blog and I can’t stress enough how much valuable tips I’ve learned from reading your content. I really appreciate all the hard work you put into this great site.
i think that satellite radio would also become popular in the years to come because of its great coverage area~
I simply want to tell you that I’m beginner to blogging and site-building and truly liked this web site. Likely I’m planning to bookmark your blog . You amazingly come with perfect well written articles. Thanks a bunch for sharing with us your blog.