muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিনামূল্যে সার ও বীজ বিতরন

কুলিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি/২০১৮-১৯ মৌসুমে ভূট্রা, সরিষা, বেটি বেগুন ও বোরো ধান এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ আবাদ বৃদ্ধির জন্য কৃষি প্রনোদণার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতিশ্বরপাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ আক্তার রেখা প্রমূখ। এ আওতায় উপজেলার পৌরসভা সহ ৬টি ইউনিয়নের ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে।

Tags: