muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বরগুনার আমতলীতে কোডেক কর্তৃক হুইল চেয়ার পেল শারিরিক প্রতিবন্ধী নারী মনোয়ারা বেগম

মোঃ খালেদ মোশাররফ সোহেল, বরগুনা প্রতিনিধি।। বরগুনার আমতলীতে শারিরিক প্রতিবন্ধী নারী মনোয়ারা বেগম (৪৫) কোডেকের নিকট থেকে একটি হুইল পেয়েছে। শনিবার সকাল ১০ টায় কোডেক সল্ট সলিউশন প্রকল্পের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তার হাতে হুইল চেয়ার তুলে দেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার সাবেক মেয়র মো: নাজমুল আহসান নান্নু, এনএসএসএর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন ও কোডেকের মনিরুজ্জামান মনোয়ার প্রমুখ। মনোয়ারা বেগম বলেন, আমি জন্ম থেকেই শারিরিক প্রতিবিন্ধী। চেয়ার ছাড়া আমার আডাচলা ব্যামালা কষ্টের। কোডেক মোরে একখান চেয়ার দিয়া ম্যালা হুগার করেছে।

Tags: