muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

এই প্রথম ডোমারে ডিজিটাল আইনে মামলা, গ্রেফতার-১

ডিজিটাল নিরাপত্তা আইনে এই প্রথম নীলফামারী ডোমারে মামলা হয়েছে। মামলায় গ্রেফতার হয়েছে একজন। অঞ্জাতনামা তিন জন পলাতক রয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২)/৩৫ ধারায় মামলা হয়। ডোমার থানার মামলা নং-২। ওই মামলার আসামী ২ই নভেম্বর আ: আজিজের ছেলে শরিফুল ইসলাম (২১) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। সে অনার্স ৩য় বর্ষের ছাত্র। তার বাড়ী নীলফামারীর ডোমার উপজেলার পৌরসভার ছোট রাউতা গ্রামে। মামলা সূত্রে যানা যায়, শরিফুল ইসলাম সহ অঞ্জাতনামা আরো তিন জন মিলে তাদের মোবাইলের ডিভাইজ ইন্টারনেটের মাধ্যমে জেএসসি সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপএের অনুরুপ প্রশ্নপএ সংগ্রহ করে। সেগুলো পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার আগের দিন দুইশত থেকে তিনশত টাকার বিনিময়ে বিতরণ করে থাকেন। তার সীম ও মোবাইল জব্দ করা হয়েছে। গতকাল ৩ই নভেম্বর বিকালে বিচারকের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা যানান, শরিফুল সহ তিনজন চলতি জেএসসি পরীক্ষার বাংলা পরীক্ষায় প্রশ্ন আদান প্রদান করেন। তার মোবাইল সীম,আইডি সম্পর্কে ব্যাপক যাচাই বাচাই চলছে। আর বাকী তিন আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ডোমার থানার অফিসার ইনচার্জ বিশ্ব দেব রায়ের সাথে কথা বললে তিনি বলেন, আমরা এই প্রথম ডিজিটাল মামলায় আসামী শরিফুল ইসলামকে গ্রেফতার করেছি। তাকে গতকাল কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tags: