muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ভারত উপমহাদেশের মহাতীর্থস্থান মেহার কালিবাড়ীতে “শ্যামাপুজার মেলা” লাখো ভক্তের আগমন

সুমন বিশ্বাস, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।। চাঁদপুর জেলার শাহরাস্তিতে মজ্ঞলবার থেকে ভারত উপমহাদেশের মহাতীর্থস্থান শ্রী, শ্রী মেহারকালিবাড়ীতে শ্যামাপুজা দ্বীপানিত্বা মেলা উদযাপিত হচ্ছে । প্রতি বছরের ন্যায় এবারো মাসব্যাপী  ঝাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে এ শ্যামাপুজা, দ্বীপানিত্বা মেলা চলবে।

বাংলাদেশেরর দূর দূরান্ত থেকে সনাতন ধর্মের লাখো  লাখো ভক্তের শুভ আগমন দেখা গেছে।  মেহারকালিবাড়ীর মহাতীর্থস্থানের পরিবেশ, সুন্দর ও পাকাকরন সহ নানা আলোকসজ্জিত রুপে সাজোনো হয়েছে । হাজার,হাজার প্রদীপ বাতি জালিয়ে, ঢাকের তালে নেচে গেয়ে এ উৎসব পালন করবেন। এ কালিবাড়ী মাঠে বাহারি দোকান নিয়ে মেলার পসরা বসেছে।

উৎসবকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে তীর্থ কমিটি। জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে তীর্থ যাএীদের সেবায় বিনামুল্যে বিশুদ্ধ পানি বিতরন, রক্তের গ্রুপ নির্নয়, সনাতনী ধর্ম রক্ষায় লিফলেট বিতরন, মেহারকালিবাড়ী উন্নয়ন এ অনুদান সংগ্রহ সহ কালি পূজার নানা অনুষ্ঠান চলবে। উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিনটু, প্রাণীসম্পদ কর্মকর্তা বাবু ডাঃ দুলাল চন্দ্র ঘোষ,ওসি মোঃ শাহআলম এ মেলা পরির্দশন করেন।  আমাদের এ প্রতিনিধিকে তীর্থ কমিটির সভাপতি বাবু শ্যামলবন্দু ভট্যাচার্য্য জানান,  এটি চাঁদপুর জেলার শ্রেষ্ঠ দশর্ণীয় তীর্থস্থান যাহা ২য় কোথাও নেই।

Tags: