muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে শহীদ আইভি রহমান ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০১৮ এর ৫৬টি দল বাছাই সম্পন্ন

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়ে সাময়িক খেলা বন্ধ হলে জেলা প্রশাসক তাৎক্ষণিক এডহক কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনার কথা থাকলেও দীর্ঘ ১০ বৎসর যাবৎ কোনো খেলা হয়নি কিশোরগঞ্জ স্টেডিয়ামে। এরই মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম একটি আন্তর্জাতিক স্টেডিয়ামের রূপরেখা নিয়ে নির্মিত হয়েছে। এছাড়াও বিসিবির পরিচালক নাজমুল হাসান পাপন এমপি কিশোরগঞ্জে খেলার মান নিয়ে তেমন কিছু দৃশ্যমান করতে না পারলেও নবনির্বাচিত বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু কিশোরগঞ্জে যুব সমাজ নিয়ে ভাবতে শুরু করেন।

এরই ধারবাহিকতায় শহীদ আইভি রহমান ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০১৮ আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রথম বাছাই পর্বে ৫৬টি দল খেলায় অংশগ্রহণ করে। ৫৬টি দলের প্রায় ৮৫০ জন খেলোয়াড় ২৫ ওভার করে খেলে নিজেদের দক্ষতা প্রমাণ করার চেষ্টা করে। এর আগে কিশোরগঞ্জ স্টেডিয়াম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়া মাঠে খেলোয়াড় নেই, গুরু চড়ছে, খেলোয়াড়রা নেশাচর হয়ে নিশিতে ঘুরছে- এর দাঁতভাঙ্গা জবাব হিসেবেই কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে দীর্ঘ ০২ মাস যাবৎ ১ম পর্ব বাছাই খেলাতে অংশ নেয় খেলোয়াড়েরা। দীর্ঘদিন যাবৎ যে মাঠে কোনো যুবকের কণ্ঠ শোনা যায়নি, সে মাঠে এখন চার-ছক্কার ঝনঝনানি শুনে আঁতকে ওঠে পথিক।

কিশোরগঞ্জে শহীদ আইভি রহমান ২য় বিভাগ ক্রিকেট লীগের আহ্বায়ক কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মো. আক্তার জামিল ও সদস্য-সচিব হোসেন সারওয়ার লিটন এর নিরলস প্রচেষ্টায় ও বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সহযোগিতায় ২৫ ওভারের খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলা পরিচালনা কমিটি জানান, বর্তমান সময়ে মাদক নামের মহামারি থেকে কিশোরগঞ্জ জেলার স্থানীয় প্রায় ৮৫০ খেলোয়াড় মাঠে আসায় তাদের সাথে মাঠে আসে হাজারো যুবক। যে যুবক রাস্তার পাশে বসে মাদক নিতো, সে যুবক এখন মাঠে আসে খেলা দেখতে। বন্ধুকে প্রেরণা দিয়ে বলে, খেলে যাও। এই খেলায় অংশ নিয়েছে আবাবিল ক্রিকেট ক্লাব, আলোরমেলা বয়েজ ক্লাব, ভৈরব একাদশ, নীলগঞ্জ রোড স্পোর্টিং ক্লাব, ১৬ই ডিসেম্বর আমার অহংকার, মাদার্স ওয়েলফেয়ার, রাইজিং বয়েজ ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব, প্রত্যাশা একাদশ, জোয়ার নিকলী, সৌরভ ব্রাদার্স, হয়বতনগর বয়েজ ক্লাব, ইয়ং টাইগার্স, মিলেনিয়াম ক্রিকেট ক্লাব, হিয়া চরশোলাকিয়া স্পোর্টিং ক্লাব, কান্দাইল ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘ, শাহ আলম মেমোরিয়াল, সূর্য তরুণ, শহীদ আশুরঞ্জন ক্লাব (ভৈরব), কিশোরগঞ্জ কিডস ক্রিকেট কোচিং সেন্টার, মুক্ত কিশোর সংসদ, তমালতলা ক্রিকেট ক্লাব, এম.এ বারী অ্যাথলেটিক্স একাডেমি, করিমগঞ্জ-তাড়াইল এক্সপ্রেস, কিশোরগঞ্জ ক্রিকেটার্স, সতাল স্পোর্টিং ক্লাব, রাজন স্মৃতি সংসদ, এন.আর শোলাকিয়া ক্রিকেট একাডেমি, শিক্ষকপল্লী স্পোর্টিং ক্লাব, অধ্যাপক শওকত আলী স্মৃতি সংসদ, নব জাগরণ ক্রিকেট ক্লাব, আলোর মিছিল, রাজিব রাজ স্মৃতি সংসদ, মুক্ত বিহঙ্গ ক্রিকেট ক্লাব, কোণা ভাওয়াল ক্রিকেট ক্লাব, কমান্ডার আব্দুস সালাম ক্রীড়া সংঘ, ব্রাদার্স স্পোর্টিং ক্লাব, এ্যান সিয়েন্ট খরমপট্টি, কিশোরগঞ্জ মার্শাল আর্ট এসোসিয়েশন, নগুয়া সুপার ক্লাব, নরসুন্দা ক্রিকেট ক্লাব, ইলাভেন ক্রিকেটার্স, সাদিয়া স্পোর্টিং ক্লাব, নগুয়া স্পোর্টিং ক্লাব, রাকুয়াইল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব, নবীন ক্রিকেটার্স, আতিকুল্লা ঢালী স্মৃতি সংসদ, ক্রীড়াঙ্গন ক্রিকেট ক্লাব, চেতনা’৭১, নোমান স্মৃতি সংসদ, রয়েল রাইডার্স ক্রিকেট ক্লাব, ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব, ইয়ং স্টার (সিমন স্মৃতি), আব্দুল বারী স্মৃতি সংসদ, দূরন্ত ক্রীড়া চক্র এই ৫৬টি দল গঠিত হয়েছে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার ১০৯টি ইউনিয়নের ১ হাজার ওয়ার্ডের পরিচিত খেলোয়াড়দের বাছাই করে। এর মাধ্যমে কিশোরগঞ্জ জেলার সবকটি গ্রামে ক্রিকেট নিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে শিশু ও যুবকদের মাঝে। তারা এখন ভাবতে শুরু করেছে মাদক নয়, খেলাই হলো বিকশিত হওয়ার প্রধান মাধ্যম, যা যুব সমাজকে সমৃদ্ধ করতে সহযোগিতা করছে শহীদ আইভি রহমান ২য় বিভাগ ক্রিকেট লীগ।

Tags: