muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

চট্টগ্রাম জেলা পুলিশের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন যারা

আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটনসহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে কর্মদক্ষতা যাচাই করে মাসিক কল্যাণ সভায় পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব নুরেআলম মিনা, বিপিএম, পিপিএম।
অক্টোবর’১৮ মাসে প্রশংসনীয় কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত পুলিশ সদস্যগণ হলেন।
জনাব শম্পা রাণী সাহা,অতিরিক্ত পুলিশ সুপার,সীতাকুন্ড সার্কেল,জনাব মো: জাহাংগীর,সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাংগুনিয়া সার্কেল,জনাব মো: শাহজাহান পিপিএম
 অফিসার ইনচার্জ, সদ্বীপ থানা,জনাব ইমতিয়াজ, মো: আহসানুল কাদের ভূঞা, অফিসার ইনচার্জ, রাঙ্গুনিয়া থানা,জনাব মো: কেপায়েত উল্লাহ, অফিসার ইনচার্জ, রাউজান থানা,জনাব মো: আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক(তদন্ত), রাঙ্গুনিয়া থানা।
জনাব মীর নজরুল ইসলাম, টিআই (প্রশাসন),জনাব শাহ মো: আরিফুর রহমান,পুলিশ পরিদর্শক (শহর ও  যান:), পটিয়া ট্রাফিক জোন সার্জেন্ট/মো: ইব্রাহিম, হাটহাজারী ট্রাফিক জোন, টিএসআই/মো: নজরুল ইসলাম ভূইয়া, আনোয়ারা ট্রাফিক জোন,এসআই/হেলাল খান, সদ্বীপ  থানা।
পিএসআই/গোলাম কিবরিয়া, লোহাগাড়া থানা এসআই/সাইমুল ইসলাম, রাউজান থানা,এসআই/পীযুষ চন্দ্র সিংহ, রাঙ্গুনিয়া মডেল থানা এসআই/মো: আবেদ আলী, জোরারগঞ্জ থানা,এসআই/মো: নাছির উদ্দিন,সীতাকুন্ড মডেল থানা,এসআই/ওয়াসীম মিয়া, সদ্বীপ থানা।
এএসআই/সুজন চন্দ্র পাল, রাউজান থানা,এএসআই/মো: দেলোয়ার হোসেন, জেলা বিশেষ শাখা।
এবিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ এর ফেসবুকে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়।

Tags: