muktijoddhar kantho logo l o a d i n g

ইটনা

ইটনায় সংকীর্ত্তন অনুষ্ঠিত

বিশ্ব শান্তি কামনায় দেশ ও জাতীর শুভ কল্যানার্থে পরম আরাধ্যা গুরুদেব শ্রীশ্রী বিমল চন্দ্র গোস্বামীর জন্মতিথী উপলক্ষে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যষ্গানুষ্টানের ১২ তম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তন  উপজেলা সদরের নগর হাটির গ্রামে রাস মহন সাহার বাড়ীতে অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার অনুষ্ঠানের শুরুতে পুরুহিত্য করেন রাজাদী নরসিংদীর শ্রী উত্তম চন্দ্র গোস্বামী, গীতা পাঠ করেন শ্রী ডাঃ বিশ্বজিৎ দেবনাথ, শ্রী পন্ডিত ডাঃ রামকৃষ্ণ চক্রবর্তী ইটনা, শ্রী চৈতন্য দাস গোস্বামী সুনামগঞ্জ, শ্রী অঞ্জন কুমার দাস নাছিরনগর, শুভ অধিবাস করেন শ্রী ক্ষেত্রমোহন দাস ও তার দল কিশোরগঞ্জ। উৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্রী অতুল চন্দ্র সাহা জানান অনুষ্টানে শ্রীনাম সূধা পরিবেশন করবেন কিশোরগঞ্জের শ্রী গোপীনাথ, কুমিল্লার শ্রী মোহন লাল, অষ্টগ্রামের শ্রী নন্দুলাল, নেত্রকোনার শ্রী লোকনাথ, বি-বাড়িয়ার শ্রী মহলাল সেবা সংঘ, মোহনগঞ্জের শ্রী যুগল কিশোর সম্প্রদায়। সভাপতি আরও জানান অনুষ্টানে নরসিংদী জেলার পাচঁদোনা গ্রামের পরম আরাধ্যা গুরুদেব শ্রীশ্রী বিমল চন্দ্র গোস্বামীর কনিষ্ঠ পুত্র শ্রীশ্রী সুজিত চন্দ্র গোস্বামী ও ইটনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহাগ মিয়া উপস্থিত থাকবেন।

Tags: