muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

মাদক-সন্ত্রাস নির্মূল করতে সবাইকে এগিয়ে আসতে হবে.. ওসি সেলিম

বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন সেলিম বলেছেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ নির্মূল করতে পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক বিক্রেতা সেবনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। এখনও যারা মাদকের সাথে জড়িত আছেন তাদের কে এ পথ থেকে ফিরে আসতে হবে। তিনি আরো বলেন, আপনার প্রিয় সন্তানরা কখন কার সঙ্গে চলাফেরা ওঠাবসা করে এ বিষয়ে সচেতন ও নজর রাখতে হবে। গতকাল রবিবার কাগইল তিনমাথা মোড়ে মডেল থানা ও কাগইল মডেল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্য বিবাহ নির্মূল ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

কাগইল ইউপির প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামিমের সভাপতিত্বে অন্যদের মাঝে গাবতরী মডেল থানার এস আই কান্ত কুমার মোদক, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারন সম্পাদক আল আমিন বিপ্লব, সাংবাদিক আতাউর রহমান, ইউপি সদস্য আবু সাইদ, থানা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিছার রহমান পাশা, ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি লুৎফর রহমান, সেচ্ছাসেবলীগনেতা জাহাঙ্গীর আলম, ছাত্রলীগনেতা মিলন, শাহিন, মোমিন, সমাজসেবক আবুল হোসেন, ধনেশ চন্দ্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tags: