muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

সূর্য দেবতার সন্তুষ্টি লাভ করতে রাজশাহীর পদ্মাপাড়ে পূণ্যার্থীদের মিলনমেলা

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সূর্য পূজা। আজ মঙ্গলবার বিকেল রাজশাহীর পদ্মা নদীতে ভক্ত ও পূণ্যার্থীরা এ পূজা করে। এসময় পূণর্ভবায় পূণ্যার্থীদের মিলন মেলায় পরিনত হয় পদ্মাপাড়।

বিকেলে পূণ্যার্থীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে পদ্মা নদীর তীরে উপস্থিত হয়। সূর্য্য অস্ত যওয়ার পূর্ব মুহূর্তে পূণ্যার্থীরা নদীতে গোসল এবং হাটু পানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা শুরু করে। সূর্য অস্ত যাওয়ার পর তারা ফিরে যান।

পরের দিন সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্ত থেকে একই নিয়মে পূজা করেন। নদীতে স্নান এবং শরবত পানের মধ্যে দিয়ে শেষ হয় পূজা।

এসময় একে অন্যকে আবির মাখিয়ে দেন পূণ্যার্থীরা। মনোবাসনা পূর্ণ, আপদ-বিপদ দুরীকরণসহ বিভিন্ন মানত পূরণে হিন্দু ধর্মাবলম্বীর হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায় এ পূজা করে আসছে।

কালী পূজার পর শুক্লা পক্ষের ষষ্টি তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা হয়ে আসছে। সূর্য পূজাকে স্থানীয়ভাবে বলা হয় ছট পূজা।

Tags: