muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ভারতের উপাসনালয়ে গ্রেনেড হামলায় নিহত ৩

ভারতের অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে শিখ সম্প্রদায়ের উপাসনালয়ে গ্রেনেড হামলায় তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। রোববার দুপুরে আদিলওয়াল গ্রামের গুরুদুয়ারায় নিরাঙ্কারি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান চলার সময়ই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে  দু’টি মোটরসাইকেলে করে এসে মুখোশধারী হামলাকারীরা গ্রেনেড ছুড়ে মারে। গুরুতর আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা চালানোর সময় গুরুদুয়ারার ভেতর অন্তত ২৫০ জন ছিলেন।

নিহতদের পরিবার পিছু পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক সুরেশ অরোরা বলেন, ‘এটাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এটা এক দল লোকের ওপর চালানো হয়েছে এবং এটা কোনো একক ব্যক্তির ওপর নয়। এক দল লোকের ওপর গ্রেনেড হামলা চালানোর কোনো কারণ থাকতে পারে না। তাই এটাকে আমরা সন্ত্রাসী হামলা হিসেবে দেখছি।’

Tags: