muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

তাইওয়ানের প্রেসিডেন্ট দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন

মেয়র নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির বাজে ফলাফলের কারণে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট তিসাই ইং ওয়েন। শনিবার তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

তিসাই বলেছেন, ‘আমাদের প্রচেষ্টা যথেষ্ঠ ছিল না এবং আমরা আমাদের সমর্থকদের হতাশ করেছি।’

তাইওয়ানের গণমাধ্যমগুলো জানিয়েছে, স্বাধীনতাপন্থী হিসেবে পরিচিত ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির ১৩টি শহর ও জেলার প্রায় অর্ধেকে পরাজিত হয়েছে। অথচ ২০১৪ সালে এসব আসনে বিজয়ী ছিল দলটি।

তিসাই ক্ষমতায় আসার পর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার ইস্যুতে চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। ১৯৯২ সালে চীন-তাইওয়ান চুক্তিকে অস্বীকার করায় বেইজিং তিসাইয়ের সঙ্গে কোনো ধরণের চুক্তিতে অস্বীকৃতি জানিয়েছে। ওই চুক্তিতে বলা হয়েছিল, তাইওয়ান চীনেরই অংশ এটা উভয়পক্ষ মেনে নেবে। সাম্প্রতিক সময় এই স্বাধীনতা ঘোষণার ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্কের অবনতির জের ধরে বেশ কিছু মিত্র দেশ হারিয়েছে তাইওয়ান। ওই সব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায় এর প্রভাব পড়েছে তাইওয়ানের অর্থনীতিতেও।

Tags: