muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহী জেলা পুলিশের বিশেষ টিম (কিউআরটি) এর যাত্রা শুরু

জঙ্গি দমনে এবার বিশেষ দল পেলো রাজশাহী জেলা পুলিশ। দীর্ঘ প্রশিক্ষণ শেষে কুইক রেসপন্স টিম (কিউআরটি) নামের এই বিশেষ দলটি রাজশাহীতে পৌঁছেছে। সম্প্রতি সোয়াটের আদলে রাজশাহী মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) কার্যক্রম শুরু করেছে।

সিআরটির ২৪ সদস্যের এই দলটি জঙ্গীবাদ দমন, বন্দি জিম্মিদের উদ্ধার এবং মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনায় দক্ষ। একই ধরনের প্রশিক্ষণ পেয়েছেন কিউআরটি সদস্যরাও। জেলা পুলিশের কিউআরটির ১৩ সদস্যের এই টিমের সদস্যরাও সবদিক থেকে চৌকষ।

জেলা পুলিশের মুখপাত্র আব্দুর রাজ্জাক খান বলেন, দাঙ্গা দমন, জঙ্গি বিরোধী অভিযান এবং দূর্যোগ মোকাবেলায় জেলার যে কোন এলাকায় অভিযান চালাবে কিউআরটি। কিউআরটি সদস্যরা জর্ডান ও ইতালিতে উন্নত প্রশিক্ষণ নিয়েছেন। প্রথম পর্যায়ের এই প্রশিক্ষণ শেষে গত শনিবার দলটি দেশে ফিরেছে। এলাকার নিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণে নবগঠিত কিউআরটি বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

Tags: