muktijoddhar kantho logo l o a d i n g

চাকরির খবর

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মামলাজনিত কারণে প্রায় এক বছর পর শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর থেকে ১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে।

আগ্রহী প্রার্থীরা ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম ও টাকা জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের এপ্রিল মাসে ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার নির্ধারিত সময় ও স্থান প্রার্থীদের এসএমএস করে জানিয়ে দেয়া হবে। প্রর্থীদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস ৪০ বলে গণ্য হবে। পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে। প্রতি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর হতে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে।

১৫তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি

 

Tags: