
ভালুকায় বিদুৎপৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
ভালুকায় মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের শহিদের শিশু ছেলে নিঝুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র সুজন (১৩) বিদুৎ পৃষ্টে মারা গেছে । ঘটনাটি ঘটে আজ সকালে।
প্রত্যক্ষ দর্শিরা জানান, সকালে সুজন তার বাবা ও নানার সাথে ধান ক্ষেতে ধান কাটতে যায়, পরে সুজনের পানির পিপাসা পেলে সে পাশের মৎস্য খামারে পানির মটারে সুইচ দিয়ে পানি পান করার সময় বিদুৎতের তারের সাথে জড়িয়ে পরে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে । স্বজনরা জানায় এই বছর সুজন ৫ম শ্রেণীর সমাপনি পরিক্ষা দিয়েছে, এলাকায় বিদুৎতের তারের অব্যবস্থার কারনে এই রকম দূর্ঘটনা অহরহই ঘটছে।