muktijoddhar kantho logo l o a d i n g

কৃষি

কাপাসিয়ায় কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ

কাপায়িা উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে হর্টিকালচার সেন্টার গাজীপুর এর উদ্যাগে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প আয়োজিত ও জেলা হর্টিকালচারের বাস্তবায়নে এ প্রশিক্ষণের কার্যক্রম চলে।

এ সময় কৃষকদের মাঝে ভিয়েতনাম থেকে সংগৃহীত উন্নত ও খাটো (ওপি) জাতের নারিকেলের চারা রোপন ও পরিচর্যার উপর বিস্তারিত আলোচনা করেন জেলা হর্টিকালচারের উপ-পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপসহকারি উদ্যান কর্মকর্তা আবজাল হোসেন, কৃষি উপসহকারী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাংবাদিক আসাদুল্লাহ মাসুম প্রমূখ। প্রশিক্ষণ শেষে ভিয়েতনাম থেকে সংগৃহীত উন্নত ও খাটো (ওপি) জাতের নারিকেল ও পিয়ারা চারা ৩০ জন কৃষকের মাঝে বিতরণ করেন।

Tags: