muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

রাজাকার পরিবারের সদস্যদের সংসদে ঢুকতে দেবো না : নৌমন্ত্রী

রাজাকার পরিবারের কোনও সদস্যকে সংসদে ঢুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ। যুদ্ধাপরাধীদের পরাজিত করে নির্বাচনে জয় লাভ করা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা। রাজাকারের পরিবারের কোনও সদস্যদের আমরা সংসদে ঢুকতে দেবো না। কারণ, আমাদের প্রবিত্র সংসদকে ওরা কলুষিত করবে।’

বুধবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে ‘বিজয় মঞ্চের গানে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘কাদের সিদ্দিকী বড় পাগল। সেজন্য আমাদের সকলকে উনি পাগল মনে করেন। সেদিন দেখলাম কাদের সিদ্দিকী ওবায়দুল কাদেরকে পাগল বলছেন। আমাদের ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকীর তুলনা! আমি মনে করি, আদর্শ বিচ্যুত একজন মানুষ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে পারেন না। শুধু তাই নয় তার আদর্শের পিতা নাকি বঙ্গবন্ধু। আদর্শের পিতার সঙ্গে বিশ্বাস ঘাতকতা যে করে সে অমানুষ।’

নৌমন্ত্রী আরও বলেন, ‘ডিসেম্বর মাসে ১৯৭১ সালে আমরা বিজয় অর্জন করেছি। ২০০৮ সালে ডিসেম্বর মাসে বিজয় অর্জন করেছি। ২০১৮ সালেও করবো। বিএনপি, জামায়াত ও ড. কামালের নেতৃত্ব গঠিত ঐক্যফ্রন্টকে পরাজিত করে আমরা এই ডিসেম্বরে আবার বিজয় অর্জন করব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন ও বাংলাদেশ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস. কে সিকদার প্রমুখ।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ/এন

 

Tags: