muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ভালুকায় হানাদার মুক্ত দিবস পালিত

ময়মনসিংহের ভালুকায় ১৯৭১ সালের ৮ই ডিসেম্বর ভালুকা পাকহানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল। শনিবার দিনব্যাপি স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

র‌্যালীতে অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভালুকা পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিএনপি মনোনিত প্রার্থী ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমন্ডার মফিজুর রহমান, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার খোরশেদ আলম (জজ মিয়া), উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টির ভার প্রাপ্ত আহ্বয়ক মুক্তিযোদ্ধা এস এম নাজমুল আহসান, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফিরোজ তালুকদার পিপিএম (বার), মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, সেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন শিবলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ছাড়াও সর্বস্তরের মুক্তিকামী জনতা ।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর মুক্ত মে উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুদ্ধাকালীন কোম্পানি কমান্ডারবৃন্দ সহ সর্বস্তরের মুক্তিযোদ্ধাগণ।

Tags: