muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

ঘূর্ণিঝড় ‘পিথাই’ : সমুদ্র বন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম-মধ্য ও দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা প্রবল ঘূর্ণিঝড় ‘পিথাই’ উত্তরপশ্চিম দিকে এগিয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বিকেল নাগাদ কাকিনাদারের কাছে দিয়ে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

‘পিথাই’য়ের কারণে দেশের ৪টি সমুদ্র বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

Tags: