muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে : সিইসি

আসন্ন সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মাঠ পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনমিয় সভায় তিনি এ কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, ‘নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করার সব ব্যবস্থা করেছে কমিশন। নির্বাচনে মোট এক হাজার ৮৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে বোঝা যায় নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে।’

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘নির্বাচনে ৯৫ শতাংশ দায়িত্ব পালন করেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। সুতরাং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের সঞ্চালনায় মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহববুল রহমান, চট্টগ্রাম বিভাগের ডিআইজি গোলাম ফারুক ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: