muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে পুলিশ-বিএনপি’র ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের ৭০ রাউন্ড গুলি : পুলিশসহ আহত ২০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ঐক্যফন্ট মনোনীত বিএনপি’র প্রার্থী মো: শরীফুল আলমের গণসংযোগে পুুলিশ ও বিএনপির মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আজ (২৪ ডিসেম্বর) সোমবার বিকেলে কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো: শরীফুল আলম নেতাকর্মীদের নিয়ে উপজেলার বরখারচর গ্রামে গণসংযোগ ও পথসভায় যাওয়ার পথে কুলিয়ারচর থানার অদূরে টিএন্ডটি অফিসের সামনে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ৭০ রাউন্ড গুলি বর্ষণ করে। ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপি’র অন্তত ১৪ জন নেতাকর্মী আহত হয়। অপরদিকে বিএনপি’র ইট পাটকেলের আঘাতে ২পুলিশ অফিসার সহ ৬ পুলিশ সদস্য আহত হয়।

এ ব্যাপারে শরীফুল আলম বলেন, গণসংযোগে যাওয়ার পথে পুলিশ আমাদের বাধা দেয় ও এক পর্যায়ে আমার ওপর গুলি ছুড়তে থাকে। আমাকে বাচাতে গিয়ে তপু, রুবেল, ফেরদৌস, কাশেম, ইব্রাহিম ও সোহান সহ আমাদের ১৪ জন নেতাকর্মী আহত হয়।

গুলি ছুড়ার সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নান্নু মোল্লা বলেন, বিএনপি নেতাকর্মীরা থানার সামনে নাশকতার লক্ষ্যে পুলিশের ওপর হামলা করে ইট পাটকেল মারতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শর্টগানের ৭০ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। ইট পাটকেলের আঘাতে এসআই নাজমুল ইসলাম ও এএসআই মো: শফিকুল ইসলাম সহ ৬ পুলিশ সদস্য আহত হয়।

Tags: