muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জ প্রায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হবে

এবার কিশোরগঞ্জে ৮ লাখ ৩৭ হাজার ৩১০ জন শিক্ষার্থীর মধ্যে ৭০ লাখ ৩৯ হাজার ৪৭০টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হবে। আগামী ১ জানুয়ারী বই বিতরণ উৎসবে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হবে।

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ২ লাখ ৪৬ হাজার ১৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ লাখ ৬৬ হাজার ১টি বই, এবতেদায়ী ৫৪ হাজার ৫৬৮ শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৯০ হাজার ৬৮২টি বই, দাখিল ৫১ হাজার ৭২১ জন শিক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৫০ হাজার ৯৩১টি বই, ভোকেশনাল ৯ হাজার ৩০২ জন শিক্ষার্থীর মধ্যে ৯০ হাজার ২৪টি বই এবং ইংরেজি ভাষায় ৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩২টি বই বিতরণ করা হবে।

এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন জানান, ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজার ৪৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ২২ লাখ ১৯ হাজার ৩০৮টি বই বিতরণ করা হবে।

Tags: