muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দেশ ও জনগণের প্রতি দায়িত্বটা আরও বেড়ে গেছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচনে বিজয়ের পর দেশ ও জনগণের প্রতি আমার দায়িত্বটা আরও বেড়ে গেছে। আগামীতেও সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকবিরোধী অনড় অবস্থান অব্যাহত থাকবে। বাংলাদেশের মাটিতে এ ধরনের জঞ্জালের কোনো স্থান হবে না।’

বুধবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন শেখ হাসিনা।

বাংলাদেশ স্কাউটস অ্যান্ড গার্ল গাইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এ সময় জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাওয়ারও অভিপ্রায় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ৩০ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অব্যাহতভাবে তাদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘জনগণের সেবা করা একটি বড় কাজ। আমি যতদিন বেঁচে থাকব এটা অব্যাহত রাখব। আওয়ামী লীগের বিপুল বিজয় সব সম্প্রদায় এবং শ্রেণিপেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল।’

সমাজের সর্বস্তরের মানুষ আওয়ামী লীগের বিজয়ের জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালিয়েছিল এজন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি তার দলের নিরঙ্কুশ বিজয়ে তাকে শুভেচ্ছা জানাতে গণভবনে আসা বিভিন্ন সংস্থার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি। আমরা চাই এ দেশের মানুষ ভালো থাকুক, সুন্দরভাবে জীবন-যাপন করুক। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

Tags: