muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

জাপার নবনির্বাচিত এমপিরা সরকারে থাকতে চান

হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা মহাজোট সরকারে থাকতে চান। কোনোভাবেই তারা গতবারের মতো বিরোধী দলের ভূমিকা পালন করতে চান না।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে রুদ্ধদ্বার বৈঠকে জাপার প্রায় সব সংসদ সদস্যই সরকারে থাকার পক্ষে মত দেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

বৈঠকে উপস্থিত জাপার সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ আমরা সবাই এখন মহাজোটের এমপি। জনগণও আমাদের মহাজোটের প্রার্থী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই সবাই মহাজোটে থাকব, সবাই মিলে দেশ ও জাতির জন্য কাজ করব।

তিনি জানান, বিরোধী দলে নয়, সরকারে থাকার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। তবে সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার।

জানা গেছে, একাদশ সংসদে জাতীয় পার্টির ভূমিকা কী হবে, তা নির্ধারণে জাপার নবনির্বাচিত সংসদ সদস্যগণ দলের জ্যেষ্ঠ নেতা রওশন এরশাদের নেতৃত্বে সংসদে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ্ এরশাদ ছাড়া বাকি সব সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নুসহ প্রায় ১৬ জন সংসদ সদস্য বক্তব্য রাখেন। তাদের সবাই সরকারে থাকার বিষয়ে অভিন্ন সুরে কথা বলেন। জাতীয় পার্টি মহাজোটেই থাকবে এমন অভিমত দেন তারা। নবনির্বাচিত সংসদ সদস্যদের কথা মনযোগ দিয়ে শোনেন রওশন এরশাদ। তাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন তিনি। সবার সম্মতিতে শেষ পর্যন্ত মহাজোটে থাকার বিষয়ে সিদ্ধান্ত হয় বৈঠকে। সিদ্ধান্তের বিষয়টি মহাজোটের শীর্ষনেতাদেরও জানিয়ে দেওয়া হবে। সরকারে নাকি বিরোধী দলে, এ নিয়ে মহাজোটের শীর্ষনেতাদের সঙ্গে জাপার শীর্ষনেতাদের বৈঠকের কথা রয়েছে। সেখানে আলোচনার পর চূড়ান্ত হবে আসলে জাতীয় পার্টি একাদশ সংসদে সরকারে থাকছে নাকি বিরোধী দলে।

বৈঠক শেষে জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। তাই সব এমপিই সরকারের সাথে থাকতে চান।

তাহলে কি সংসদে বিরোধী দল থাকবে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণই তো বিরোধী দল চায়নি। উন্নয়নের স্বার্থে জনগণই মহাজোটকে ২৯২ আসনে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে। তবে আমরা মহাজোটে থাকব নাকি বিরোধী দল হব, এ ব্যাপারে মহাজোটের মহানেত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে বরিশাল-২ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপু, ফেনী-৩ আসনের এমপি মাসুদ উদ্দিন চৌধুরী, বরিশাল-৬ আসনের এমপি নাসরিন জাহান রত্না, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এ কে এম সেলিম ওসমান, বগুড়া-২ আসনের এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, নীলফামারী-৩ আসনের এমপি রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পিরোজপুর-৩ আসনের এমপি রুস্তম আলী ফরাজী, সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান, বগুড়া-৩ আসনের এমপি নুরুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: