
ধানমন্ডির ‘এইচটুও’ লাউঞ্জ থেকে নিষিদ্ধ সীসাসহ গ্রেপ্তার ৩
রাজধানীর ধানমন্ডির ‘এইচটুও’ লাউঞ্জে অভিযান চালিয়ে আইনের দৃষ্টিতে নিষিদ্ধ সিসাসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুমন হাওলদার (২৬), মো. আল আমিন হোসেন (২১), মো. সোহাগ হোসেন (২০)। এসময় লাউঞ্জ থেকে ৭৫০ গ্রাম সিসা ও চার সেট হুক্কা মেশিন উদ্ধার করা হয়।
শনিবার রাতে আকস্মিকভাবে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।
মোহাম্মদ খোরশিদ আলম বলেন, নতুন আইনে সীসাকে মাদক হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে। মদ পান করা নিয়ন্ত্রিত, কিন্তু সীসা নিয়ন্ত্রিত নয়। এটা সরাসরি নিষিদ্ধ। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এখনো নিয়মিতভাবেই ধানমন্ডি ৭/এ রোডের এইচটুও লাউঞ্জে নিষিদ্ধ মাদক সীসা বিক্রি হয়। তারপর অভিযানে গিয়ে লাউঞ্জে কোন সীসার অস্তিত্ব বা পরিবেশনের চিত্র পাওয়া যায় নি।পরে লাউঞ্জের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ফুটেজে দেখা যায়, এইচটুওতে দিনভর সীসা বিক্রি করেছে কিন্তু কোনো একটি সংবাদের ভিত্তিতে হঠাৎ করেই তারা পরিবেশন বন্ধ করে দেয়।