
ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব
ফরিদপুর র্যাব-৮ এর বিশেষ অভিযানে বিকাশ প্রতারক চক্রের চার জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান সিমকার্ড ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
রবিবার ভোর রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ জাকির হোসেন (৩০), মোঃ কামাল হাওলাদার (২৬), মেহেদী হাসান ফয়সাল(৩০), এবং মোঃ টুলু চৌধুরী (৩২)।
ফরিদপুর র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ফরিদপুরের কোতয়ালী থানার মোঃ আশরাফুল ইসলামে অভিযোগের প্রেক্ষিতে র্যাব বিষয়টি তদন্ত করে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত প্রতারক চক্র বিকাশের মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে ১,১১,৯৯৭/-(এক লক্ষ এগারো হাজার নয়শত সাতানব্বই) টাকা প্রত্যারনা করে নিয়ে যায়।
র্যাব জানায়, অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ১১৬টি বিভিন্ন কোম্পানি সিম কার্ড, ২৪টি মোবাইল সেট, একটি ট্যাব তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব অধিনায়ক।
আরও পড়ুন
Comments are closed.
I’ve recently started a website, the info you offer on this site has helped me tremendously. Thanks for all of your time & work.