রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। প্রায় ৬০ টি আসন ফাঁকা রেখেই ৬৬ তম ব্যাচটির ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক মোল্যা জানান, মোট ৯টি অনুষদ মিলিয়ে ৫৮-৫৯ টির মতো আসন ফাঁকা আছে। কোন কোন ইউনিটে আসন ফাঁকা রয়েছে সে বিষয়টি এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে ফাকা আসনগুলো পূরনে একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সূত্রে জানা গেছে, সোমবার ৫৯ টি বিভাগে পরিচিতি মূলক ক্লাসের মাধ্যমে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণ করতে বিভাগে বিভাগে ছিল আয়োজন। শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ
করেছে বিভাগ কর্তৃপক্ষ।
You are my inhalation, I have few blogs and often run out from to post : (.
Some times its a pain in the ass to read what blog owners wrote but this site is very user pleasant! .