muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

বেদে সম্প্রদায়ের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা প্রশাসন বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। বেদে পল্লীতে গিয়ে খোদ জেলা প্রশাসক তাদের খোজ-খবর নিলেন এবং কম্বলও বিতরণ করেন।

মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা সদরের কাটাবাড়িয়াস্থ বড়পুল এলাকায় ভাসমান বেদে সম্প্রদায়ের মধ্যে জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীকে দেখে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং প্রত্যেককে কম্বল প্রদান করেন।

অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: কামরুজ্জামান খানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বেদে সম্প্রদায়ের লোকজন বলেন, আমরা এই প্রথম একজন জনবান্ধব জেলা প্রশাসককে আমাদের কাছে এসে খোঁজ খবর নিতে দেখলাম। আমরা বেবাকই খুশি হয়েছি ডাইয়ার মধ্যে কম্বল পেয়ে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল জানান, এদিকে জেলা সদরের নতুন জেলখানা মোড়েও বেদে সম্প্রদায়ের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

Tags: